চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে এক অসহায় পরিবারের দোকানের মালামাল শত্রুতার জের ধরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। রোববার মধ্যরাতে বিতারা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাসেল মিয়ার দোকান ও মালামাল কে বা কাহারা পুড়িয়ে দেয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।
বিতারা গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী রাবেয়া বেগম বলেন, আমার স্বামী নেই। আমি অন্যের বাড়িতে কাজকর্ম ও সহযোগিতা নিয়ে তিন সন্তানদের নিয়ে জীবনযাপন করছি। বাড়ির একটি বিশেষ মহল জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে গত কয়েকদিন আগে আমার রান্নার ঘর পুড়িয়ে দেয়। বর্তমানে আমার ছেলে রাসেলের দোকানের মালামালসহ পুড়িয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেন। তিনি দুস্কৃতিকারীদের খুজে বের করে আইনের আওতা আনার দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য ইউনুছ মুন্সী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্থ পরিবারের খোজখবর নিয়েছি। বিষয়টি অত্যান্ত মর্মান্তিক। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur