চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খুঁড়ে রুপার মুদ্রা ভরা একটি হাঁড়ি পাওয়া গেছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার একটি পুরনো মন্দির সংস্কারের সময় হাঁড়িটি পাওয়া যায় বলে জানান আখাউড়া থানা ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া।
হাড়িটিতে বৃটিশ শাসনামলের ৪৮৬টি রৌপ্য মুদ্রা রয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, গঙ্গানগর এলাকার চৌধুরী বাড়িসংলগ্ন দুর্গা মন্দিরের সংস্কার কাজ শুরু করে মন্দির কর্তৃপক্ষ। এ সময় মাটি খুঁড়ে একটি হাঁড়ি দেখতে পায় তারা। হাঁড়িটি উঠানোর পর ভেতরে রৌপ্য মুদ্রাগুলো পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে মুদ্রাগুলো থানায় নিয়ে এসেছে। এগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur