চাঁদপুরের কচুয়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের প্রতিষ্ঠিত ফাতেমা জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৮ মে বুধবার মনপুরা বাতাবাড়িয়া বাজার সংলগ্ন এ মসজিদটির শুভ উদ্বোধন করেন, মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই।
মসজিদের সভাপতি ফয়সাল আজাদের সভাপ্রধানে ও মাওলানা শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজালাল প্রধান জালাল, নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়া, সমাজসেবক জসিম উদ্দিন,আব্দুল হান্নান,মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, মাওনালা আবু জাফর, মনপুরা ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. শাহজাহান মিয়া,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো. আমির হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম রনি,যুগ্ন আহ্বায়ক রাসেল প্রধান,ইউপি সদস্য কাউছার আলম,ইকবাল হোসেন সমাজসেবক হাজী মো. নুরুল আমিন মিয়াজী, আবু হানিফ, দেলোয়ার হোসেন, নুর মোহাম্মদ প্রমুখ। এসময় স্থানীয় ওলামায়ে কেরামসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতির মুক্তি ও মসজিদের সফলতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হাই
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১৮ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur