Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন আওয়ামী লীগ নেতা মোস্তাফিজ
বাবা

বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন আওয়ামী লীগ নেতা মোস্তাফিজ

হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বাবা- মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।

১৮ মে বুধবার দুপুর ২ টায় বালিমুড়া ঈদগাঁ মাঠে প্রথম ও দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। এর আগে ১৮ মে রাত সোয়া ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও কর্মময় জীবনে মো. মোস্তাফিজুর রহমান তালুকদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, দেড় যুগের বেশি সময় ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সদস্য, রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা শাখার সদস্য, ঢাকাস্থ চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা সমিতির সদস্য ছাড়াও মানুরী ফাজিল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য, ঘনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য ও মনতলা হামিদয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও বালিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থানা কমিটির সভাপতি এবং ঢাকা বঙ্গ বাজারের সুনামধন্য ব্যবসায়ী ছাড়াও সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

জানাযা নামাজের পূর্বে স্মৃতি চারন করে বক্তব্য রাখেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আবু সাহেদ সরকার, গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান সাহাজান পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর- রশিদ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মিয়াজি, সাবেক মেম্বার সাইফুল ইসলাম, মানুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান কাউছার উল আলম কামরুল, সাবেক যুবলীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান, হাজী সফিকুর রহমান, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির খান বাবু, গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগ নেতা মিজানুর রহমান ভদ্র, আনোয়ার হোসেন খোকন আখন্দ প্রমূখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ মে ২০২২