চাঁদপুরের শাহরাস্তিতে ২ কেজি গাঁজাসহ মাদারীপুর জেলার মোঃ ইমন মোল্লা (২২)নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ মেরোববার দুপুরে তাকে আদালতে সোপার্দ করা হলে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস আই) মোঃ আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ গ্রামের নাওড়া অভিমুখি রাস্তার মাথায় অভিযান চালিয়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার স্বরমঙ্গল গ্রামের মৃত সিরাজ মোল্লার পুত্র মোঃ ইমন মোল্লাকে (২২) গ্রেফতার করে। ওই সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে স্কচটেপ মোড়ানো ২ কেজি ওজনের এক পোটলা গাঁজা জব্দ করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিবেদক: মো. জামাল হোসেন, ১৫ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur