Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মৌমাছির দখলে ব্যাংক কর্মকর্তার বাড়ি
মৌমাছির

কচুয়ায় মৌমাছির দখলে ব্যাংক কর্মকর্তার বাড়ি

চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের গুলবাহার গ্রামের জনতা ব্যাংক কর্মকর্তা শামছুল আলম খানের নির্মাণাধীন দু’তলা বাড়ি মৌমাছিদের দখলে রয়েছে। শামছুল আলম খান গুলবাহার গ্রামের খান বাড়ির প্রয়াত আব্দুল কাদের খানের পুত্র। তিনি রহিমানগর বাজারস্থ সাতবাড়িয়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

তবে এই মৌমাছিরা কখনও কাউকে আক্রমণ করেননি বলে বাড়ির মালিক ও আশেপাশের লোকজন জানান।
প্রথম প্রথম সংঘবদ্ধ মৌচাক দেখে পরিবারের সবাই ভয়ে আতংকিত থাকলেও এখন আর কেউ ভয় পায় না। বরং নিয়মিত মধু সংগ্রহ করে আনন্দিত শামছুল আলম খানের পরিবারের সদস্যরা। পরিবারের চাহিদা পূরণ করেও মধু বিক্রি করে লাভবান হচ্ছেন এই বাসার মালিক।

ভবনটি করার কিছুদিন পর থেকেই মৌমাছিরা এসে তার ভবনে বাসা বাঁধে। প্রথম বছর দু-একটি করে চাক তৈরি করলেও প্রতিবছরই এই চাকের পরিমাণ বাড়তে থাকে। গত ৩বছর ধরে তার ভবন ও ভবনের পাশের গাছে মধুর চাক বসিয়েছে। বর্তমানে ওই বাড়িতে প্রায় ১২টি মধুর বাসার চাক রয়েছে।

ব্যাংকার শামছুল আলম খান বলেন, মৌমাছিদের পরিচর্যা,মধু সংগ্রহ ও সংরক্ষন সবই আমি করে থাকি। মৌমাছিদের কেউ বিরক্ত না করলে তারা এভাবেই থাকবে বলে জানান বাড়ির মালিক। বছরের প্রায় অর্ধৈক সময় মৌমাছিরা তাঁর ভবনের চারদিক ঘিরে রাখে।

প্রতিবেশী বিপ্লব খান জানান, শামছুল আলম খান সম্পর্কে জেডাতে ভাই হন। তার ভবনের চারদিকে প্রায় ৩বছর যাবত জানুয়ারির শুরু থেকে বছরের মাঝামাঝি সময় পর্যন্ত মৌমাছিরা বাসা বাধেঁ। এ গুলো দেখতে খুবই ভালো লাগে। মৌমাছির বাসা দেখতে প্রতিনিয়ত এলাকার সৌখিন লোকজন ওই বাড়ির আশপাশে ভিড় জমায়। শামছুল আলম খানের জামাতা সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক মো. বোরহান উদ্দিন মজুমদার জানান, শ্বশুরালয়ে বেশকিছু মৌমাছির বাসা রয়েছে। প্রথমত বিষয়টি কৌতূহলী ও ভয়ভয় হলেও বর্তমানে তা পরিবারের সদস্যদের মতো মানিয়ে নেয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, ‘পরিকল্পিকত ভাবে মধু বাসাগুলো সংরক্ষিত করে রাখতে হবে। তবে মৌমাছির চাক গুলোকে যাতে বিরক্ত না করা হয় সেই দিকে সচেতন রাখতে হবে। পাশাপাশি মধুর যে চাক রয়েছে সেই চাক গুলো কেটে মধু সংগ্রহ করার পরামর্শ দেন তিনি।’

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৫ মে ২০২২