Home / সারাদেশ / মেঘনায় জেলেদের জালে মৌসুমের সবচেয়ে বড় ইলিশ
মেঘনায়

মেঘনায় জেলেদের জালে মৌসুমের সবচেয়ে বড় ইলিশ

ভোলার লালমোহন উপজেলার বাত্তির খাল এলাকার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুইটি রাজা ইলিশ।

৪ মে বুধবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্য ঘাটে এ ইলিশ পাওয়া যায়। জেলে গিয়াস উদ্দিন মাঝির নৌকায় মাছ দুইটি ধরা পড়েছে। দুইটির ওজন আড়াই কেজি করে পাঁচ কেজি হবে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।

জেলে গিয়াস উদ্দিন মাঝি বলেন, ‘দুপুর ১২টার দিকে লালমোহনের বাত্তির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকাল ৪টা পর্যন্ত জাল ফেলে আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছ দুইটি ঘাটে আনা হলেও তা বিক্রি হয়নি। বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য রেখে দেওয়া হয়েছে।’

আরেক জেলে মনির হোসেন বলেন, ‘সকালে প্রায় দুই কেজি ওজনের দুইটি ইলিশ পাইছি। আড়তে নিয়ে সাত হাজার ৯০০ টাকায় বিক্রি করেছি। এ রকম প্রতিদিন ২/৩টি করে ইলিশ পাওয়া যাচ্ছে।’

ভোলার লালমোহন উপজেলার বাত্তির খাল এলাকার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুইটি রাজা ইলিশ।

বুধবার (৪ মে) বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্য ঘাটে এ ইলিশ পাওয়া যায়। জেলে গিয়াস উদ্দিন মাঝির নৌকায় মাছ দুইটি ধরা পড়েছে। দুইটির ওজন আড়াই কেজি করে পাঁচ কেজি হবে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।

জেলে গিয়াস উদ্দিন মাঝি বলেন, ‘দুপুর ১২টার দিকে লালমোহনের বাত্তির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকাল ৪টা পর্যন্ত জাল ফেলে আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছ দুইটি ঘাটে আনা হলেও তা বিক্রি হয়নি। বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য রেখে দেওয়া হয়েছে।’

আরেক জেলে মনির হোসেন বলেন, ‘সকালে প্রায় দুই কেজি ওজনের দুইটি ইলিশ পাইছি। আড়তে নিয়ে সাত হাজার ৯০০ টাকায় বিক্রি করেছি। এ রকম প্রতিদিন ২/৩টি করে ইলিশ পাওয়া যাচ্ছে।’

বার্তা কক্ষ, ৪ মে ২০২২