চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের উদ্যোগে ঘরোয়া পরিবেশে প্রতিনিধি সভা , ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলা এলিট চাইনিজ রেস্টুরেন্টে পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ’র পরিচালনায় ইফতার মাহফিলের পূর্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, মানুষের সেবার মাধ্যমে পত্রিকা কে প্রচার ও প্রসার করে এগিয়ে নিতে হবে। সংবাদের আবশ্যই বস্তুনিষ্ঠতা থাকতে হবে ।পাঠকের কাছে সঠিত তথ্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব । পাঠক হলো আমাদের বিচারক । তারাই বিবেচনা করবে । এ পত্রিকার মাধ্যমে সমাজের মানুষ কোন ক্ষতিগ্রস্ত হবে না, ইনশাআল্লাহ উপকৃত হবে। পত্রিকা নিয়মিত বের করা চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা এ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, নিয়মিত পত্রিকা প্রকাশনা করে আসছি। ভবিষ্যতে প্রকাশনা অব্যাহত থাকবে। পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহায়তা প্রয়োজন। কারণ সকলের সমন্বয়ে যেকোনো কাজ সহজে করা যায়। পত্রিকার সকল নিউজ নিয়মিত অনলাইনে যাচ্ছে।
তিনি আরো বলেন,আপনারা সবসময় গুরুত্বপূর্ন রির্পোটগুলো দিবেন। এখন প্রযুক্তি অনেক সহজ। সবাই সময়মত নিউজগুলো পাঠাবেন। নিউজের সাথে ক্যাপসান লিখে দিবেন। বিজ্ঞাপনের ব্যাপারে খেয়াল রাখবেন। সামনে ঈদ, ঈদ উপলক্ষে আপনারা বিজ্ঞাপন দিবেন। আপনারা যে পত্রিকায় কাজ করেন, সে পত্রিকার প্রতি আন্তরিক হবেন। পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ।
অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের সদস্যদের মধ্যে অংশ নেন পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামাল, সহ-সম্পাদক এম আই দিদার, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম খান, চীপ রির্পোটার সাঈদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো:ইমাম হাসান ,সিনিয়র স্টাফ রির্পোটার কাউছুল উল রাব্বি, সিনিয়র স্টাফ রির্পোটার (হাজীগঞ্জ) সাইফুল ইসলাম (সিফাত), সিনিয়র স্টাফ রির্পোটার (ফরিদগঞ্জ) এস এম ইকবাল, সিনিয়র স্টাফ রির্পোটার মো: মাসুদ হোসেন, সিনিয়র স্টাফ রির্পোটার মো: রানা সরকার ,হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, হাইমচর উপজেলা প্রতিনিধি বি এম ইসমাঈল, ম্যানেজার মানিক চন্দ্র রায়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের সদস্য শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, চাঁদপুর জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার আব্দুল কাদের হাজরা, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ।
স্টাফ করেসপন্ডেট, ২৫ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur