চাঁদপুরের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খাদিমুল কোরআন মাদ্রাসা উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের ওয়ারলেস বাজারস্থ মাদ্রাসার মিলনায়তনে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খাদিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুরান বাজার জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দেছ হযরত মাওলানা ইলিয়াস ফরিদি দা: বা:।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন আমিন উল্লাহ বিন নুরী চাঁদপুরীর উপস্থিতে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী শেখ ফরিদ বিন মোস্তফা ও হাফেজ মাওলানা কামরুল ইসলাম।
পরে বাদ আসর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ১৫ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। মাদ্রাসার পক্ষ থেকে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় খাদিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও জেলার বিভিন্ন মাদ্রাসায় থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৯ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur