কুমিল্লার তিতাসে অবৈধ ৬টি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। ১১ এপ্রিল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জব্দ করা হয় বলে জানান, জানান তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ।
তিনি জানান উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আজ ১১ এপ্রিল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইয়ারামপুরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ৬টি ড্রেজার মেশিন রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়েছে। জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলী আশ্রাফ খানসহ স্থানীয় মেম্বার ও তিতাস থানার পুলিশ অভিযানে উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে বলে জানান তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ১১ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur