কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে
বেশি দাম রাখায় দুপ্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার নগরীর চকবাজার এলাকায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ তদারকি অভিযান পরিচালনা করেন।
রমজানের ৯ম দিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর চকবাজার এলাকায় বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বেলা সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সরকার নির্ধারিত দামের অতিরিক্ত দামে তেল বিক্রি করার প্রমাণ পাওয়ায় মেসার্স শচীন্দ্র চন্দ্র সাহাকে ১০ হাজার টাকা এবং মেসার্স ওসমান গণি সওদারগরকে চার হাজার টাকাসহ মোট দুপ্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্দেশনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, চকবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, চকবাজারের তেল বিক্রয়কারী অধিকাংশ দোকান পরিদর্শন করা হয়। এছাড়াও উক্ত বাজারের খেজুরের আড়তসমূহও তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ীদের পাকা ক্রয় রসিদ সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ওজনে কারচূপি না করা এবং অযাচিতভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ১১ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur