চাঁদপুরে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১০ এপ্রিল রোববার রাত পৌনে ৮টায় শহরের জেএম সেনগুপ্ত রোডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে চাঁদপুর সেন্ট্রাল হসপিটালের সম্মূখে এসে শেষ হয়।
পরে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য চাঁদপুর জেলা বিএনপির মাহাবুবুল আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, মুনীর চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, সেলিমুস সালাম, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, এডভোকেট হারুনুর রশিদ, শাহজালাল মিশন, জাহাঙ্গীর হোসেন খান, ডি এম শাহজাহান, আফজাল হোসেন, শরীফ উদ্দিন পলাশ, মানিকুর রহমান মানিক, নূরুল আমিন আকাশ, ফয়সাল গাজী বাহার, হযরত আলী ঢালী, হুমায়ুন কবির হুমা, দ্বীন মোহাম্মদ জিল্লুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলের পূর্বে জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম সাংবাদিকদের জানান, আমরা শেখ ফরিদ আহমেদ মানিক এর মুক্তি চাই। তার মুক্তি যত বিলম্ব হবে আন্দোলন তত কঠিনতর হবে। সোমবার বিকেল ৩টায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১০ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur