Home / উপজেলা সংবাদ / কচুয়ায় শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা : তদন্ত কমিটি

কচুয়ায় শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা : তদন্ত কমিটি

জিসান আহমেদ নান্নু, কচুয়া | আপডেট: ১০:৫৫ অপরাহ্ণ, ২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার

কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হায়দার আলীকে আহ্বায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী, শিক্ষা কর্মকর্তা একেএম শহীদুল হক মোল্লা,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আবিদ মিয়া ও পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জাকির হোসেনকে সদস্য করা হয়।

এতে কচুয়া উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫