চাঁদপুরের শাহরাস্তিতে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি বাছির মিয়া (৩৫) নামে জনৈক ব্যক্তিকে আটক করা হয়।
২১ মার্চ সোমবার ভোরে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি করে একটি ব্যাগ ভর্তি ৮ কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় যাত্রীবেশী মাদক কারবারি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বিবির বাজার পূর্ব পাড়া অরণ্যপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে কাজী বাছির মিয়াকে আটক করা হয়। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে উপপরিদর্শক মাহদী হাসান ও সংঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালোনা করা হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
প্রতিবেদক: মো. জামাল হোসেন, ২১ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur