চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৪র্থবারের মত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চাঁদপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য, হাইমচর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, এমজেএস বালিকা বিদ্যালয় ও কলেজের গভানিংবডি সভাপ্রতি এসএম আল মামুন সুমন।
গতকাল ২০/০৩/২০২২ ইং কুমিল্লা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশিত হয়। বিদ্যালয়ের উন্নয়ন ধারা অবহত রাখায় এসএম আল মামুন কে চতুর্থ বারের মত বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক পক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক কর্মচারীদের পক্ষ হতে সম্মানিত সভাপতিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
উল্লেখ্য, সম্মানিত সভাপতির হাত ধরে বিগত বছর গুলোতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ একাডেমিক পর্যায়ে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।আমরা নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় পরিবার সম্মানিত সভাপতির দীর্ঘায়ু কামনা সহ উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ২০ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur