তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় গুরতর আহত হন ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের মৃত খোরসেদ খানের ছেলে পারভেজ খান(২১) এতে তার মাথায় চরম ভাবে আঘাতের কারনে মাথার হাড় ভেঙ্গে যায়।
গত ১২ মার্চ শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের সুকানী সাহেবের বাড়িতে। পরে আহত অবস্থায় পারভেজকে স্থানীয়না চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
হত দরিদ্র দিন মুজুর পারভেজের অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। এই মুহুর্তে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, বিক্তবান ব্যক্তিদের নিকট পারভেজের জন্য এলাকাবাসী সাহায্যের হাতবাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন।
বিভিন্ন ভাবে এলাকাবাসী সাহায্য সহযোগীতার চেষ্টা করছেন বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে সাবেক সেনা সদস্য মোঃ সরিফ জানান, আমরা মানবিকতার জন্য কাজ করছি অসহায় পিতৃহীন দিনমুজুর পারভেজ কে বাচাতে আপনারা এগিয়ে আসলে হয়তো বেচে যেতে পারে একটি তাজা প্রান।
সাহায্য পাঠানোর ঠিকানা স্বপন ষ্টোর, সামিয়া মটরস জনতা ফার্মেসী ধানুয়া বাজার ফরিদগঞ্জ চাঁদপুর, বিকাশ পার্সোনাল নাম্বার -(০১৮৭২৮৭৯২৫৫)
প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur