Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
আইন-শৃঙ্খলা

চাঁদপুর সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এ সময় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান তার বক্তব্যে বলেন,১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী যথাযথ পালন করতে হবে। প্যাথলজি,ক্লিনিকগুলোতে রোগীদের বিভিন্ন রোগের টেস্টের মূল্য তালিকা প্রনয়ন করতে হবে।

তিনি আরো বলেন, যারা মাদকের সাথে জড়িত তাদেরকে চিহৃত করে আইনের আওয়াত্তায় নিয়ে আসতে হবে। মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে, এ বিষয়গুলো মাথায় নিয়ে প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরতে হবে।তাই মাদক কারবারিদের মধ্যে আটককৃতরা যেন আইনে ফাঁক দিয়ে না বের হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জাটকা বিষয়ে তিনি বলেন,জাটকা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। জাটকা ধরার সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদীপাড়ের সকলের সহযোগিতা করলে জাটকা নিধন অনেকাংশে কমবে। হাট-বাজার অলি-গলিতে অসাধু ব্যবসায়ীরা যেন জাটকা বিক্রি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। অবৈধজালগুলো বিরুদ্ধে নৌযানের টহল বাড়াতে হবে।

আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন ,সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ,সমাজ সেবা অফিসার মোঃ জামাল হোসেন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ,নৌ পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচাজ কামরুজ্জামান, বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান, শাহমাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু , রামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান নূরুল ইসলাম পাটোয়ারী,তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইমাম হাসান রাসেল, বাগাদী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, চেয়ারম্যান,বালিয়া ইউনিয়ন রফিকুল্লাহ পাটোয়ারী,চান্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, হানারচর ইউনিয়ন চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ী, রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হযরত আলী বেপারী প্রমুখ। সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক