ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফরিদগঞ্জ বাজারের হল মার্কেটে আ’লীগের কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ্ আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্যা, আবুল বাসার পাটওয়ারী, মো. আবুল বাসার প্রমূখ।
এর আগে মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রতিবেদক: শিমুল হাছান, ৭ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur