তেল মনিটরিং কমিটি,ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, পন্য নিপণনসহ বেশ কয়েকটি কমিটির সভা ৭ মার্চ বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন সভাপতির বক্তব্যে বলেন, ‘ফুটপাতে জ্বালানী তেল বিক্রয়কারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যারা শস্য তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অবৈধভাবে মজুত রাখবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজানকে সামনে রেখে অতিরিক্ত লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য স্টক রাখলে কাউকে ছাড় দেয়া হবে না।’
সহকারী কমিশনার মঞ্জুরুল মোর্শেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, জেলা মার্কেটিং অফিসের বাজার পরিদর্শক আবুল কাসেম , সিভিল সার্জন প্রতিনিধি মো:ইউসুফ, চেম্বর অব কমার্স প্রতিনিধি গোপাল সাহা, ক্যাব প্রতিনিধি মোঃবিল্পব সরকার, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খোরশেদ আলম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ সহকারি পরিচালক নরেন্দ্র চন্দ্র দাস, চাঁদপুর কাস্টমস ও ভ্যাটের সহকারি রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান,পুলিশ পরিদর্শক (অপরাধ ) মোহাম্মদ আশরাফ উদ্দিন, জেলা পরিবেশক সমিতির সভাপতি কামরুল ইসলাম জুগল,সাধারণ সম্পাদক মো:জামাল সাকিব, যমুনা অয়েল কোম্পানির ডেপুটি ম্যানেজার প্রকৌ : রাশেদুল ইসলাম , পদ্মা অয়েল কোম্পানির সহকারি ব্যবস্থাপক মোহাম্মদ দিদারুল আলম, মেঘনা অয়েল কোম্পানির উপ-ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রমুখ।
স্টাফ করেসপন্ডেট, ৭ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur