Home / উপজেলা সংবাদ / চলতি বছরে মতলবে উত্তরে সড়ক ও ব্রিজের কাজ শুরু

চলতি বছরে মতলবে উত্তরে সড়ক ও ব্রিজের কাজ শুরু

আবদুল গনি :
চাঁদপুরের মতলব উত্তরে চলতি ২০১৫-১৬ অর্থবছরে দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ১০৮ কোটি ৮১ লাখ ১৭ হাজার টাকা ।

সড়ক ও জনপদ সূত্রে জানা যায়, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সাড়ে ২২ কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ ও মতলব সেতু।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কাঁচা সড়ক পাকাকরণে ২৪ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা এবং মতলব সেতু নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৪ কোটি টাকা।

মতলব সেতুর ভূমি অধিগ্রহণে ব্যয় হবে ৩১ কোটি ১৭ লাখ টাকা । সড়ক ও জনপদ বিভাগের এক কর্মকর্তা চাঁদপুর টাইমসকে বলেন, ‘এ বছরই কাজ শুরু হচ্ছে, মতলব সেতুর কার্যাদেশ দেয়া হয়েছে । মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কাজ হবে মতলব উত্তরের ল্যাংটার মাজারসহ বেড়িবাধেঁর উত্তর অংশে। এছাড়াও আরো বেশ ক‘টি প্রকল্প এ বছর বাস্তবায়িত হবে।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/২০১৫।