Home / সারাদেশ / কবিরাজ কর্তৃক ধর্ষিত পঞ্চম শ্রেণির ছাত্রী : ৬ মাস পর গ্রেফতার
কবিরাজ কর্তৃক ধর্ষিত পঞ্চম শ্রেণির ছাত্রী : ৬ মাস পর গ্রেফতার

কবিরাজ কর্তৃক ধর্ষিত পঞ্চম শ্রেণির ছাত্রী : ৬ মাস পর গ্রেফতার

চুয়াডাঙা প্রতিনিধি | আপডেট: ০২:৩৪ পিএম, ২৪ আগস্ট ২০১৫, সোমবার

চুয়াডাঙার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি আলেক মুন্সিকে (৬০) প্রায় ছয় মাস পর গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলেক মুন্সী উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আাজিজুল হকের জামাতা। পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি সকালে স্কুলছাত্রী শারীরিক অসুস্থতা নিয়ে একই গ্রামের কবিরাজ আলেক মুন্সীর কাছে যায়। এরপর তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে আলেক। বিষয়টি ধর্ষিতা তার পরিবারের কাছে জানালে ওইদিন বিকেলে ধর্ষিতার বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

রোববার সন্ধ্যায় দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের নির্দেশে একদল পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।