মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার উদ্যোগে তিনদিন ব্যাপী ব্রতচারী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে মেলার সভাপতি মাকসুুদুল হক বাবলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,মেলার সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম,মেলার প্রবীন সদস্য আব্দুল কাইয়ুম খান,কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার ব্রচতারী প্রশিক্ষক ইথার মুরশিদ ,মেলার প্রবীন সদস্য ফারুক বিন জামান,মেলার সাবেক সহ সভাপতি অধ্যাপিকা আইনুন নাহার কাদরী, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল প্রমুখ।
তিনদিন ব্যাপী ব্রতচারী প্রশিক্ষণে ৭৫ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন কেন্দ্রীয় কচি- কাঁচা মেলার প্রশিক্ষক ইথার মুরশিদ জান্নাত আরা পুস্প, ইরা আশরাফী। প্রশিক্ষণের প্রধান সমন্বয়ক ছিলেন নাছির আহমেদ সরকার। এসময় উপস্থিত ছিলেন কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের ম্যানেজিং কমিটির কোষাধক্ষ্য মোস্তফা কাদেরী,কচিকাঁচা প্রি-ক্যাডেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবাহান মিয়া, মতলব প্রেসক্লাবের সহ সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সদস্য সমীর ভট্টাচার্য বলু প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur