জিসান আহমেদ নান্নু, কচুয়া | আপডেট: ০৮:৩২ অপরাহ্ণ, ২২ আগস্ট ২০১৫, শনিবার
কচুয়া উপজেলার নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অটল চন্দ্র শীল ও নারায়ন চন্দ্র সরকারকে ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রবাসী ছাত্ররা তাদের ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে।
শনিবার বিদ্যালয় মিলনায়তনে উক্ত অর্থের চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক ও সাংবাদিক আবুল হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম ও আইনগিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম। এছাড়াও বক্তব্য রাখেন-নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মেসবাহ উদ্দীন, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, রাশেদা বেগম, ফুলন রানী, মৌলভী সহিদুল ইসলাম, যুবলীগ নেতা মীর নাছির উদ্দীন, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা রহমান মুন্নী ও সহকারি শিক্ষক রুহুল আমিন, প্রাক্তন ছাত্র কামাল হোসেন ও অধ্যয়নরত অষ্টম শ্রেনীর ছাত্রী নুসরাত শাহীন নূপুর। অবসর প্রাপ্ত শিক্ষকদের উক্ত আর্থিক সাহায্য প্রদানে মুখ্য ভূমিকা পালন করেন-প্রাক্তন ছাত্র ফ্রান্স প্রবাসী জামাল হোসেন প্রধানিয়া।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur