চাঁদপুরের হাইমচর উপজেলায় ৫ ম ধাপে ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও মহিলা সদস্য পদে ১২ জন কে শপথ বাক্য পাঠ করান হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর।
বুধবার বিকেলে হাইমচর উপজেলার হল রুমে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম, নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন, ২ নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সউদ আল নাসের, ৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী জুলহাস সরকার, ইউপি সদস্য মোঃ শাহাজাহান, মনির শিকদার, মহিলা সদস্য আছিয়া বেগম প্রমূখ।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ১৬ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur