Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জের নবনির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
নবনির্বাচিত

ফরিদগঞ্জের নবনির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নব নির্বাচিত ১৩ জন ইউপি চেয়ারম্যান ১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। শপথ বাক্যে পাঠ করান চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খাঁন মজলিশ।

শপথ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম, ফরিদগঁঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড: জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরু প্রমুখ।

নবনির্বাচিত

শপথ নেয়া ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন: বালিথুবা পশ্চিম ইউনিয়নের জসিম উদ্দিন স্বপন মিয়াজী, বালিথুবা পূর্ব ইউনিয়নের এইচ এম হারুন-অর রশীদ, সুবিদপুর পূব ইউনিয়নের মোঃ বেলায়েত হোসেন,সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মোঃ মহসিন হোসেন, গুপ্টি পূর্ব ইউনিয়নের শাহাজান পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নের মোঃ বুলবুল আহম্মেদ, পাইকপাড়া উত্তর ইউনিয়নের আবু তাহের পাটওয়ারী, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদ শাহ্ আলম শেখ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, চরদুখিয়া পূর্ব ইউনিয়নের মোঃ মাহমুদুল হাসান মিরাজ, চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের মোঃ শাহ্জাহান মাস্টার, রুপসা উত্তর ইউনিয়নের কাউছারুল আলম কামরুল ও রুপসা দক্ষিণ ইউনিয়নের মোঃ শরীফ হোসেন খাঁন।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৬ ফেব্রুয়ারি ২০২২