স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:
পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) চাঁদপুরের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১আগষ্ট) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় জেলা পুলিশ লাইন- এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ক্ষুধে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, জেলা পুলিশ কার্যালয়ের (ডিআইও-১) মামুনুর রশিদ। চিত্রশিল্পী সাধন সরকার, ব্যবসায়ী মিজানুর রহমান, পুনাকের প্রশিক্ষক শিপ্রা মজুমদার পুলিশের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের সকল অঙ্গনে তুলে ধরতে হবে। এ প্রতিযোগিতায় চিত্রশিল্পীরা ক্ষুধে শিশুদের মাঝে চিত্রাংকনের মাধ্যমে এ মহান নেতাকে তুলে ধরেছেন তা অব্যশই প্রশংসনীয়।
চাঁদপুর টাইমস-এমএ/ডিএইচ/2015।