বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যায় শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল মিছিল বের হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন এর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে গিয়ে মিছিলটি শেষ হয়।
সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল হোসাইন, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী।
মিছিলে জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘যুগে যুগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সৃষ্টি হয়নি। দীপু মনি একবারই সৃষ্টি হয়। কেউ অন্যায়ভাবে যদি তার বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা চাঁদপুর জেলা ছাত্রলীগ দাঁতভাঙ্গা জবাব দেব।’
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৬ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur