Home / চাঁদপুর / চাঁদপুরে ‘সাইরেনের’ শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
শীতবস্ত্র

চাঁদপুরে ‘সাইরেনের’ শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

চাঁদপুরে সামাজিক সংগঠন সাইরেন এর আয়োজনে রিকশাচালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একইসাথে জীবন-সংগ্রামের অদম্য এই যোদ্ধাদের করোনার স্বাস্থ্য সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়।

২৬ জানুয়ারি বুধবার সকালে শহরের বাসস্টেশন এলাকায় এই মানবিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

সংগঠনের সভাপতি চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রোটারিয়ান ডা. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের পরিচালনায় শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুর রশিদ, দৈনিক মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও সমাজিক সংগঠন আপনের উপদেষ্টা রোটারিয়ান ডেন্টিস্ট মাসুদ হাসান, আক্কাস আলী রেলওয় একাডেমির প্রধান শিক্ষক মো.গোফরান হোসেনসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আয়োজক সংগঠন সাইরেন এর সকল কর্মকর্তাবৃন্দ।

“বাড়ি আমার, আঙ্গিনা আমার, রাখছি পরিষ্কার! নোংরা করছি দেশের মাটি দেশটা তবে কার! এই শহর আমার, দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার” এই শ্লোগানকে ধারণ করে সামাজিক সংগঠন সাইরেন এর পথচলা শুরু হয়। সংগঠনটি ২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ করছে। গত ২৫ জুন সংগঠনটির নতুন সেশনের (২০২২-২৪) জন্য ৩ বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

প্রতিবেদক:আশিক বিন রহিম, ২৬ জানুয়ারি ২০২২