চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বুধবার(১৯ জানুয়ারি) অভিযান চালিয়ে তিনটি ব্যাকারীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে পানির ট্যাংকি মোড়ের সিয়াম ব্যাকারীর ১০ হাজার টাকা, নায়েরগাঁও বাজারের বি- বাড়িয়া ফুড এন্ড প্রডাক্ট ২০ হাজার টাকা ও মতলব বাজারের টিএন্ডটি এলাকায় কোয়ালিটি ফুড এন্ড প্রডাক্ট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সাথে ছিলেন বিএইসটি কুমিল্লার অফিসার মোঃ তারেক, মতলব দক্ষিণ উপজেলার সিনেটারী ইন্সপেক্টর খোরশেদ আলম, থানার এএসআই শাহাবুদ্দিন।
সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় জরিমানা করা হয়।
প্রতিবেদকঃ মাহফুজ মল্লিক, ১৯ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur