সরকারের চলমান ১০টি উন্নয়নমূলক কাজ সম্পর্কে গ্রাম পর্যায়ে সাধারন মানুষকে সচেতন করে তুলতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কার্যক্রমের আওতায় ও মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি মঙ্গলবার জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার রাগদৈল আই.এম উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস,সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান,বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী মোখলেছুর রহমান,মোশারফ হোসেন ফরাজী মহসিন,ম্যানেজিং কমিটির সদস্য রনজিত সরকার প্রমুখ ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার কয়েক শতাধিক নারী উপস্থিত ছিলেন। একই দিনে সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত বৈঠক করা হয়।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন। বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. সফিকুল ইসলাম মোল্লা,জিসান আহমেদ নান্নু প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৮ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur