দীর্ঘ দিন ধরে প্রেম করছেন তারা। প্রেমিকা চাইছেন বিয়ে করতে। কিন্তু প্রেমিক এখনি বিয়ে করতে রাজি নয়। তবে নাছোড় প্রেমিকা। প্রেমিকার চাপ সইতে না পেরে এক পর্যায়ে হত্যার সিদ্ধান্ত নয় বিরক্ত প্রেমিক।
কলকাতার ভূবনেশ্বরে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। সইন নামের অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে সইন।
খবরে বলা হয়েছে, সশমিতা বিসওয়াল নামের তরুণী সম্প্রতি সইনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু সইন এখন বিয়ে করতে রাজি নয়। প্রেমিকার জোরাজুতে এক পর্যায়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী প্রেমিকাকে স্থানীয় মালিপাড়া এলাকায় ঘুরতে নিয়ে যায় সইন। সেখানে একটি বনের মধ্যে নিয়ে সশমিতা হত্যা করে সইন। হত্যার পর তার মাথা কেটে আলাদা করে জঙ্গলে ফেলে দেয়।
ঘটনার তদন্তে নেমে সশমিতার কাটা মাথা ও দেহ উদ্ধার করেছে পুলিশ। (আনন্দবাজার পত্রিকার)
বার্তা কক্ষ
২১ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur