গাজীপুর সিটি করর্পোরেশেনের প্রানকেন্দ্রে অবস্থিত গাজীপুর সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল ইউসুফ আলী মন্ডলকে (অবসরজনিত) বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার কলেজ মিলনায়তনে এ উপলক্ষে অনারম্বর সংবর্ধনা সভাও স্বাধীনতা সূবর্ন জয়ন্তী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জেসমিন আক্তার এর সভাপতিত্বে বিদায়ী বক্তব্য রাখেন, অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল ইউসুফ আলী মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ রেফায়েত উল্যাহ শরীফ।
এ সময় কলেজের পরিচালক বিগ্রেডিয়ার মাসুদ,হিসাব পরিচালক মো আবু তাহের,মার্কেটিং হেড মো. হেমায়েতুল আহাদসহ কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur