Home / সারাদেশ / চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স দিয়েছে ভারতীয় হাইকমিশন
চান্দিনা

চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স দিয়েছে ভারতীয় হাইকমিশন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী ভারত সরকারের অর্থায়নে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করেছে ভারতীয় হাই কমিশন।

বুধবার আনুষ্ঠানিকভাবে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়।

এ উপলক্ষে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এমপি ডা. প্রাণ গোপাল দত্ত।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ এবং চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. প্রাণ গোপাল দত্ত নিজের ভুলগুলো ধয়িয়ে দিতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান।

এদিকে ভারত-বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্কের বিষয় উল্লেখ করে ডেপুটি হাই কমিশনার বলেন, গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী এ অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে। এ্যাম্বুলেন্সটি জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে ভারত বরাবরের মতো বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং তা আগামীদিনেও অব্যাহত থাকবে।

প্রতিবেদকঃ জাহাঙ্গীল আলম ইমরুল, ১২ জানুয়ারি ২০২২