Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর মামলায় আটক ১
গাড়ি

হাইমচরে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর মামলায় আটক ১

হাইমচরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ এর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনায় সাকিল খাঁন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মো. সাকিল খাঁন হাইমচর উপজেলার ছোট লক্ষীপুর গ্রামের মিজান খাঁনের ছেলে।

৯ জানুয়ারি রোববার দুপুরে অভিযুক্ত আসামিকে ছোটলক্ষীপুর গ্রামের নিজ বাড়ি সামনে থেকে আটক করে হাইমচর থানা পুলিশ।

হাইমচর থানা সূত্রে জানাজায়, ৫ জানুয়ারি ছোটলক্ষীপুর কেন্দ্রে নির্বাচনি ফলাফল ঘোষানার পর ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িসহ বিজিবি, রেব সদস্যদের তিনটি গাড়িতে হামলা করে ভাংচুর করে দুর্বৃত্তরা। ঐ হামলার ঘটনায় আমান উল্লাহ বেপারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে ভুক্তভোগী জেলা শিক্ষা অফিসের গাড়ি চালক আব্দুল মালেক পাটোয়ারী বাদী হয়ে মামলা দায়ের করেন। ঐ মামলায় সাকিল খানকে আটক করেন হাইমচর থানা পুলিশ।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ জানান, প্রশাসনের কাজে বাঁধা দেওয়ার মত ন্যাক্কারজনক ঘটনায় অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ৯ জানুয়ারি ২০২২