নামাজ হলো মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ বেহেশতের চাবি। নর-নারী উভয়ের জন্যেই নামাজ ফরয করা হয়েছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যারা নামাজ পড়লেও সেই নামাজ কবুল হয় না। মাত্র একটি ভুলের কারণেই মূলত অধিকাংশ নারীদের নামাজ কবুল হয়না।
নবী কারীম সা. এরশাদ করেন, ১টি ভুলের কারণে অধিকাংশ মহিলাদের নামাজ আল্লাহ তায়ালা কবুল করেন না।
নবীজী (সা।) বলেছেন, ‘যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয়, ততক্ষণ তার নামাজ কবুল হবে না।’ (আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ,সিলসিলাতুস সাহীহা : হা. ১০৩১)
চাঁদপুর টাইমস, ইসলামিক ডেস্ক:
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur