ঢাকাস্থ-কচুয়া উপজেলা সমিতির কার্যকরী সদস্য ও আজীবন সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকার কাকরাইলের আইডিইবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক মো.হুমায়ুন কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা ও সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম, উপদেষ্টা ড. মজিবুর রহমান,সমিতির সহ-সভাপতি ও বীর মুক্তিযুদ্বা ইঞ্জি.একেএম আব্দুল মোতালেব, জি.এম আতিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহজাহান, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ,ড. শাখাওয়াত হোসেন,সমিতির আজীবন সদস্য মো.মিজানুর রহমান, ইন্জি.শাহাদাত হোসেন শীবলু,কামরুন নাহার ভূঁইয়া,মাও. মো. আব্দুর রশিদ,ইমাম হোসেন মজুমদার মেহেদী।
এসময় সমিতির আজীবন সদস্য কার্যকরী সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur