মিজানুর রহমান রানা | আপডেট: ০৯:৫৩ অপরাহ্ণ, ১৫ আগস্ট ২০১৫, শনিবার
এরই নাম ভালোবাসা। এরই নাম ঝগড়া। যে ভালোবাসা ফুটপাত অথবা ফুটপাতের মানুষের তোয়াক্কা করে না। কথায় আছে, “ভালোবাসতে বাসতে ফতুর করে দেবো’’। এমনই ক’টি ছবি ধরা পড়লো ক্যামেরার লেন্সে।
আর যায় কোথায়, গপাগফ গিলে নেওয়া সেই ছবি।

ছবিগুলো তোলা হয়েছে চাঁদপুর রেজিস্ট্রি অফিসের সামনে থেকে। যেখানে দেখা গেছে দু’যুবক যুবতী প্রথমে ফুটপাতে বসে কী যেনো ভালোবাসার কথা বলছিল। যেই মাত্র ক্যামেরা তাক করা হলো অমনি তারা উঠে দাঁড়িয়ে দু’জনে ঝগড়া শুরু করে দিল।
ঝগড়ার ভাষা ছিলো এমন, তোমাকে না বলছি আমার সামনে থেকে চলে যেতে। কিন্তু যুবক নির্বিকার। ঠায় দাঁড়িয়ে থাকে। শেষমেষ যুবতীর রোষযুক্ত নয়ন থেকে যুবকটি চলে যেতে বাধ্য হয়।
জানা যায়নি ওরা কারা, তবে মনে হচ্ছে ওরা পরকীয়া করছিল। যেই মাত্র এসব কথা জিজ্ঞাসা করতে যাওয়া হলো তখনই যুবক যুবতী বিচ্ছিন্ন হয়ে গেলো। যুবকটি থানার দিকে হাঁটা শুরু করলো, আর যুবতী ঠিক উল্টোরথে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur


