Home / বিনোদন / ৩৫ টাকা আয়ে জুটত না খাবার, তিনিই আজ ২০০ কোটির ছবির পরিচালক
আয়ে

৩৫ টাকা আয়ে জুটত না খাবার, তিনিই আজ ২০০ কোটির ছবির পরিচালক

রোহিত শেঠি আজ বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় পরিচালক। তার সাম্প্রতিক ছবি ‘সূর্যবংশী’-র খরচ প্রায় ২০০ কোটি টাকা। এই মানুষটিরই এক দিন আয় ছিল মাত্র ৩৫ টাকা। জুটত না খাবারও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত বলেন, লোকে ভাবে চলচ্চিত্র জগতে সবই খুব সহজ। কিন্তু কেউ জানে না যে এক সময়ে আমি ২ ঘণ্টা হেঁটে ছবির সেটে যেতাম। সেখানে কাজ করে মাত্র ৩৫ টাকা পেতাম। সেই টাকায় প্রায় দিনই আমার দু’বেলার খাবার জুটত না।

ছোটবেলায় মুম্বাইয়ের সান্তা ক্রুজে থাকতেন রোহিত। অর্থের অভাবে সেখানকার বাড়ি ছেড়ে দিতে হয়। দিদার বাড়ি দাহিসরে চলে যান সপরিবারে। মলাড থেকে আন্ধেরি পর্যন্ত হেঁটে যাতায়াত করতেন রোহিত।

‘চেন্নাই এক্সপ্রেস’-এর পরিচালক রসিকতা করে বললেন, ‘আজ যখন আমার গাড়ির চালককে অলিগলি দেখিয়ে বলি, এখান দিয়ে নয়, ওখান দিয়ে চলো। তিনি ভাবেন, এ এত রাস্তা চিনল কী করে? চোর ছিল নাকি!

সূত্র: আনন্দবাজার