কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ডালিম প্রতীকে আব্দুল কাদের বিজয়ী হয়েছেন। ২ নভেম্বর মঙ্গলবার বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ন পরিবেশে প্রত্যক্ষ ২১৭৪ ভোটারের মধ্যে ১৪৯১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩জন প্রার্থী তুমুল প্রতিদন্ধীতা করেন।
এতে কাউন্সিলর পদে আব্দুল কাদের (ডালিম) ৫৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা সোহেল তাজ (উটপাখি) পেয়েছেন ৪৮৮ ভোট। এছাড়া প্রার্থী মো. মোখলেছুর রহমান (পাঞ্জাবী) পেয়েছেন ৩৮৯ ভোট।
ভোট গননা শেষে উপজেলা রির্টানিং অফিসার আবু বকর সিদ্দিক ফলাফল ঘোষণা দেন।
এদিকে দিনভর ওই কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ,সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে দিনভর শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে ডালিম প্রতীকে আব্দুল কাদেরকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করায় ভোটার,এলাকাবাসী,প্রশাসন ও মিডিয়া কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur