Home / উপজেলা সংবাদ / কচুয়া / দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ভাঙা ঘরে রাত কাটে বৃদ্ধ সাত্তার মিয়ার
ঘরে

দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ভাঙা ঘরে রাত কাটে বৃদ্ধ সাত্তার মিয়ার

চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের আটোমোড় গ্রামের অধিবাসী সহায় সম্বলহীন বৃদ্ধ আব্দুস সাত্তার মিয়া দীর্ঘদিন ধরে অন্যের জায়গায় একটি জরাজীর্ণ ঘরে পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টের মধ্যে দিয়ে বসবাস করছেন। বৃদ্ধ আব্দুস সাত্তার মিয়ার আকুতি দীর্ঘদিন অন্যের জায়গায় একটি ভাঙা ও জরাজীর্ণ ঘরে বসবাস করায় এখন একটি সরকারি ঘর পাওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

বৃদ্ধ আব্দুস সাত্তার মিয়া চাঁদপুর টাইমসকে জানান, ‘আটোমোড় গ্রামের উত্তর পূর্বপাড়া আড়ী হাজী বাড়িতে ৪ শতাংশ পুরানো পারিবারিক কবরস্থান রয়েছে। ওই ভূমির উপর প্রতিষ্ঠিত পুরানো কবরস্থানের উপরেই বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়ে স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে বসবাস করে আসছি।

তিনি বলেন, বয়সের ভারে এখন কাজকর্ম করতে পারছি না। দু’ছেলে থাকলেও তারাও কর্মহীন। তাই কিছু ভূমি ও একটি সরকারি ঘর পেলে বাকী জীবন আনন্দে কাটিয়ে যেতে চাই। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি।’

তার স্ত্রী আয়েশা বেগম বলেন, ‘আমি স্বামী ও ছেলেদের নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। জমি ও ঘর না থাকায় ভাঙা ঘরে থাকার কষ্ট কাউকে বোঝাতে পারব না।’

অন্যদিকে আটোমোড় গ্রামের অধিবাসী ডা. মোশারফ হোসেন,মো.শাহজাহান,আরব আলী জানান, বৃদ্ধ আব্দুস সাত্তার মিয়া খুবই নিরীহ একজন ভূমিহীন গরীব মানুষ। তাকে একটি সরকারি ঘর ও জায়গা দিয়ে সহযোগিতা করলে তার পরিবার পরিজন উপকৃত হবে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়াজী বলেন, আব্দুস সাত্তার মিয়ার ঘর ও ভূমি পেতে সার্বিক ভাবে সহযোগিতা করা হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ নভেম্বর ২০২১