চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সাম্প্রদায়িক পাকিস্থানী ভাবধারা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের জন্ম। সকল ধর্মেরর লোকেরাই সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতার জন্য। জাতির জনককে হত্যার মধ্য দিয়ে আবার সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেয়।
তিনি বলেন, এদেশে জিয়াউর রহমানের হাত ধরে সাম্প্রদায়িক রাজনীতির গোড়াপত্তন ঘটে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ও দেশকে অস্থিথিশীল করতে সাম্প্রদায়িক গোষ্ঠী একত্রিত হয়েছে। যারা এদেশের স্বাধীনতা চায়নি সেই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ দেশের সম্প্রীতি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। প্রতিটি এলাকায় নেতাকর্মীরা অপশক্তিকে রুখে একত্রিত হয়ে রুখে দিতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল তার বক্তব্যে বলেন, ফেইসবুকে কিছু দেখলেই শেয়ার করেন, না বুঝে না শুনে কোন কিছু শেয়ার করা থেকে নেতাকর্মীরা বিরত থাকবেন। ধর্ম নিজের আর কোরআনের হেফাজত করবেন মহান আল্লাহতালহা। প্রকৃত মুসলমান কখনই কোন মানুষকে কষ্ট দিতে পারে না।
তিনি আরো বলেন, অন্য ধর্মর লোকদের ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত থাকবেন। কোন গুজবে কান দিবেন না। কারন জামায়াত বিএনপি দেশে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিয়াজি, সদস্য অ্যাডভোকেট মোঃ বদিউজ্জামান কিরন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূইয়া, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহবুবর রহমান, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান কালু ভূইয়া, যুগ্ম আহবায়ক সালাউদ্দীন মোঃ বাবর, মোঃ আবু পাটওয়ারী, যুগ্ম আহবায়ক ঝন্টু দাস, জেলা তাঁতী লীগের সভাপতি নূর মোহাম্মদ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ ভূইয়া, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম, সাবেক ছাত্রনেতা আবুল হাসানাত সুমন প্রমূখ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৯ অক্টোবর ২০২১