জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) :
কচুয়ায় বহুল আলোচিত গৃহবধু শাহিনুর আক্তার হত্যা মামলার আসামী আবুল কালাম আবু (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মোস্তফা চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে তার গ্রামের বাড়ী সাদিপুরা-চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোস্তফা চৌধুরী জানান, চলতি বছরের ২৮ ফেব্র“য়ারি সাদিপুরা-চাঁদপুর গ্রামের গৃহবধূ শাহিনুর আক্তার (১৮)কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এঘটনায় গৃহবধূর পিতা হাজীগঞ্জের তারাপাল¬া গ্রামের রুহুল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং ০২, তারিখ ০১/০৩/২০১৫ইং। মামলার প্রেক্ষিতে বুধবার ওই মামলার ২নং আসামী আবুল কালাম আবুকে গ্রেফতার করে পুলিশ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur