কচুয়ায় দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও দারচর গ্রামের কৃতি সন্তান সমর কৃষ্ণ দাস। ১৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার দারচর গ্রামের দাস বাড়ি ও কোমরকাশা গ্রামে কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর,দারচর দাস বাড়ির সার্বজনীন কমিটির পুরোহিত নারায়ণ চক্রবর্তী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলায় এবারে ৪১টি পূজামণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। উৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জিসান আহমেদ নান্নু, কচুয়া। ১৫ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur