চাঁদপুরে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে জেলে নৌকার পাখার সাথে লেগে সবুজ নামের এক জেলের পা কেটে প্রায় বিছিন্ন হয়ে শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আহত সবুজ চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের সোলেমান গাজীর ছেলে।
গুরুতর জখম অবস্থায় কোস্টগার্ডের সদস্যরা সবুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে যায়।
জানা যায়, মা ইলিশ রক্ষায় শক্রবার রাতে কোস্টগার্ড শাহরাস্তি এসিলেন্টকে সাথে নিয়ে মেঘনা নদীতে অভিযান চালায়। পরে এসিল্যান্ডের নির্দেশে কোস্টগার্ড-জেলে নৌকা ধাওয়া করলে নৌকা থেকে পড়ে গিয়ে জেলে সবুজ আহত হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, কোস্টগার্ডের সদস্যরা জেলে সবুজকে আহত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে রেখে গেছে। জেলে সবুজের একটি পা কেটে গেছে ও শরীরের পেছনে বাহুতে জেলে নৌকার পাখার সাথে লেগে গুরুতর জখম হয়েছে। তার ব্যাপক রক্তক্ষরণ হলে সে অজ্ঞান হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ চাঁদপুর টাইমসকে জানায়, ‘শাহরাস্তি এসিলেন্টকে সাথে নিয়ে আমরা অভিযান করেছি। নৌকা থেকে পড়ে গিয়ে জেলে আহত হয়েছে। নদী থেকে আহত জেলেকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। তবে এসিলেন্ট হাসপাতালে কর্তৃপক্ষের সাথে কথা বলেছে জেলের চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের দায়িত্ব যতটুকু ছিল ততটুকু পালন করেছি।’
প্রতিবেদকঃ কবির হোসেন মিজি, ৯ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur