Home / খেলাধুলা / ওমানের পিচে ভালো করবেন ব্যাটসম্যানরা, আশাবাদী শামীম
ব্যাটসম্যানরা

ওমানের পিচে ভালো করবেন ব্যাটসম্যানরা, আশাবাদী শামীম

বিশ্বকাপ মিশনে শুক্রবার রাতে প্রথমবারের মতো মাঠে নেমেছিলো বাংলাদেশ দল। অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ওমান ‘এ’ দলের বিপক্ষে বড় ব্যবধানেই জিতেছে টাইগাররা। ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন লিটন দাস, নাইম শেখ, নুরুল হাসান সোহানরা। বোলিংয়েও ভালো করেছেন শরিফুল ইসলাম, নাসুম আহমেদরা।

ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ একাদশ। দুই ওপেনারই পেয়েছেন ফিফটির দেখা। লিটন ৩৩ বলে ৫৩ ও নাইম শেখ ৫৩ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। শেষদিকে টর্নেডো ব্যাটিংয়ে ১৫ বলে ৪৯ রান করেন সোহান আর ১০ বলে ১৯ রান আসে শামীম পাটোয়ারীর ব্যাট থেকে।

ওমানের মাটিতে প্রথমবারের মতো ম্যাচ প্র্যাকটিসের পর আশাবাদী দলের কনিষ্ঠতম সদস্য শামীম। এখানেই খেলতে হবে প্রথম রাউন্ডের তিন ম্যাচ। শামীম মনে করেন, ওমানের এই পিচে ব্যাটাররা অনেক ভালো ব্যাটিং করবে।

শুক্রবারের ম্যাচের পর ভিডিওবার্তায় শামীম বলেছেন, ‘আমাদের ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল। নাঈম-লিটন ভাই ভালো শুরু এনে দিয়েছেন। শেষদিকে সোহান ভাইয়ের সঙ্গে ব্যাটিং করে অনেক ভালো লেগেছে। উইকেট অনেক ভালো ছিল। ব্যাটসম্যানরা অনেক স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে। আমি অনেক আশাবাদী, এই পিচে আমাদের ব্যাটাররা অনেক ভালো করবে।’

এসময় ওমানের কন্ডিশনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা নতুন কন্ডিশনে এসেছি। এখানে যত ম্যাচ খেলতে পারব দলের জন্য ততই ভালো। রাতের বেলা ম্যাচ ছিল, এটাও আমাদের জন্য ভালো ছিল। ব্যাটসম্যানরা সবাই অনেক ভালো করেছে।’

নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে শামীমের। যেহেতু শেষ দিকে বল কম পাবেন, তাই ব্যাট হাতে ইনিংস শেষ করার লক্ষ্য থাকবে তার, ‘আমি ব্যাটিংয়ে নেমে সুযোগ পাবো কম। বেশিরভাগ সময় ব্যাটিংয়ে যেতে হয় ১৫ ওভারের পর। তাই ব্যাট হাতে ইনিংস শেষ করে আসার লক্ষ্য থাকে।’