বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থার নির্দেশে চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর সোমবার দুপুরে চাঁদপুর প্রধান ডাকঘর প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থার কার্যকরী সভাপতি ও চাঁদপুর জেলা শাখার সভাপতি হানিফ মাস্টার।
সংগঠনের চাঁদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মহিন উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, ইডি আবু মুসা, মনসুর সরকার, মোঃ শরীফ হোসেন, মোঃ আক্তারুজ্জামান বাবু, মোঃ নূরুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ মনির হোসেন, মোঃ হান্নান প্রমুখ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থার কার্যকরী সভাপতি ও চাঁদপুর জেলা শাখার সভাপতি
হানিফ মাস্টার সংগঠনের ন্যায্য ১০ দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও ইডি কর্মচারীদের সম্মানী ভাতা বর্তমানের চেয়ে তিনগুণ বৃদ্ধি সহ ১০ দফা দাবি আদায় না হলে আগামী ১৫ অক্টোবরের পর কেন্দ্রীয় কমিটিতে পরবর্তী সভায় আলোচনা করে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সকলে একমত পোষণ করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া মোনাজাত করেন সংগঠনের চাঁদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মহিন উদ্দিন।
প্রতিবেদক: আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur