Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা
পূজামণ্ডপের

শাহরাস্তিতে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা

শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামণ্ডপ সভাপতি-সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে।

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদার,সাধারণ সম্পাদক অমৃত মজুমদার (টুটুন),রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন, মেহের দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রশিদ, চিতোষী পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হানিফ।

এছাড়া উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকা থেকে পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন রনজিত কুমার দে, উত্তম চন্দ্র পাল, দীপক বর্ধন, অধীর চন্দ্র মজুমদার, পঙ্কজ চক্রবর্তী, গোপাল চক্রবর্তী, লিটন রায় চৌধুরী, সমর চন্দ্র, বিপ্লব বণিকভুট্রু, কৃষ্ণ চন্দ্র দাস, ডাক্তার নির্মল চন্দ্র পাল, হরে কৃষ্ণ মজুমদার, নারায়ন চন্দ্র পাল, ডাক্তার বিকাশ চক্রবর্তী, বাবু উত্তম কুমার মজুমদার। জানা গেছে এই বছর ১৭টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে পূজামণ্ডপ গুলো হচ্ছে শ্রী শ্রী মেহার কালীবাড়ি পূজা মন্ডপ, শাহরাস্তি পৌরসভার, পালপাড়া পূজামণ্ডপ, নিজমেহার বর্ধন বাড়ী পূজামণ্ডপ, ঘোষপাড়া পূজামণ্ডপ, পুরোহিত বাড়ি পূজামণ্ডপ, সাহাপুর চৌধুরী বাড়ি পূজামণ্ডপ, নাওড়া ঠাকুরবাড়ি পূজামণ্ডপ, ও বিভিন্ন ইউনিয়নসহ ১৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক: মো. জামাল হোসেন