Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ছাত্রলীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত
ছাত্রলীগের

মতলব উত্তরে ছাত্রলীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মতলব উত্তর উপজেলা শাখা ছাত্রলীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলা মায়া চৌধুরীর বাসভন মোহনপুর আলী ভিলা মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহি।

অনুষ্ঠানের একপর্যায়ে মতলব উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে অনুষ্ঠানে সংক্ষিপ্ত সময়ের জন্য যোগদান করে বিভিন্ন দিগনির্দেশনামূলক বক্তব্য বক্তব্য রাখেন সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী,বাংলাদেশ আ’লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মোফাজ্জল হোসেন মায়া বীর বিক্রম।

তিনি বলেছেন, আগামী ২৮ সেপ্টেম্বরর বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে এক যুগ ক্ষমতায় থাকার কারণে মানুষ নানাভাবে উপকৃত হয়েছে। দেশ উন্নয়নের রোল মডেলে পার করছে। কাজেই এই বিশেষ দিনটি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বাংলাদেশ ছাত্রলীগ স্মরণ করবে এবং বঙ্গবন্ধুকন্যার সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করবে। দেশের স্বাধীনতা ও দেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ এক সূত্রে গঁাথা। ছাত্রলীগের ইতিহাস দেশের মানুষের কল্যানের জন্য। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এখ্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এই উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সামনে সুদিন অপেক্ষা করছে। ধৈর্যধারন করতে হবে। সময় আসলে মুল্যায়ন হবে।

চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা আ’লীগের আহবায়ক কমিটি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা আ’লীগের আহবায়ক কমিটি ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান মাষ্টার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোহনপুর ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান ও ফতেপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, ষাটনল ইউপি চেয়ারম্যান ও ষাটনল ইউনিয়ন আ’লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকার, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান ও বাগানবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, গজরা ইউপি চেয়ারম্যান হানিফ দর্জি, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন মুরাদ,ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম গাজী, কলাকান্দা ইউপি চেয়া্রম্যান আঃ ছোবান সরকার সুভা, বেলজিয়াম প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আ’লীগ নেতা জাহাঙ্গীর মিয়া, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী, রুবেল মিয়া বাবু, ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, গজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ ছানাউল্লাহ মোল্লা, সাদুল্যাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, এখলাছপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু,চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ জহির রায়হান, জেলা পরিষদের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহবায়ক আল-আমিন ফরাজী, যুগ্ম-আহবায়ক হোসাইন মোঃ কচিঁ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব উত্তর উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ শামীম প্রধান, খোরশেদ চৌধুরী,মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহিন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি শিবলী এমরান জুয়েল, সাধারণ সম্পাদক ডিসি মিজান, ঢাকা বিমানবন্দর থানা যুবলীগ নেতা মোঃ আল-আমিন প্রধান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ তোফায়েল সরকার, উপজেলা ছাত্রলীগের সদস্য আঃ বাতেন, এখলাছুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান প্রধান, ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা মোঃ বাদল ঢালী, রেজাউল করিম ডেঙ্গুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা এ তৃণমুল প্রতিনিধি সভায় অংশ গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক