রক্তদানে বাঁচবে প্রান করবো মোরা রক্ত দান এ বিষয়ের আলোকে চাঁদপুর জেলা হাইমচর উপজেলায় লিল্লহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত রক্তদান স্বেচ্ছাসেবীদের মিলন মেলায় আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও লিল্লহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর প্রতিষ্ঠা ও পরিচালক মোঃ মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, হাইমচর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আঃ রহমান কবিরাজ, চাঁদপুর জেলা ইমান মুয়াজ্জিন সমিতির সাধারন সম্পাদক মাও মোঃ আঃ রহমান গাজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনোলজিস মোঃ রিয়াজ হোসেন, ইলিশের বাড়ি চাঁদপুর রক্ত দান সংস্থা মোঃ রুবেল হোসেন, শাহরাস্তি প্রতিনিধি মোঃ মিরাজ, লাল সম্বর্ক সংগঠন মোঃরিজন পাটওয়ারী, পজিটিভ ঢাকা প্রতিনিধি রায়হাত হোসেন, চান্দ্রা বাজার প্রতিনিধি শাহ মোঃ মোজাম্মেল, স্বপ্ন পুরন সংস্থার প্রিথম,নবীন সমাজ কল্যান পরিষদ মোঃ আলমগীর প্রমূখ।
প্রতিবেদকঃ মোঃ ইসমাইল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur