তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। হবু স্ত্রীর নাম শাম্মা দেওয়ান।
বৃহস্পতিবার নতুন সংসার শুরু করবেন অপূর্ব। চার বছর প্রেমের পূর্ণতা আনবেন অপূর্ব-শাম্মা।অপূর্বের এই বিয়ের খবরে বুধবার সরগরম ছিল সাংস্কৃতিক অঙ্গন। সোশ্যাল মিডিয়ায়ও আলোচিত বিষয় হয়ে উঠেছিল এ খবর।
এদিন আলোচনায় ছিলেন অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও। অপূর্বর বিয়ের খবরে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন অদিতি। এবার জানা গেল, অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেছেন অদিতি।
গণমাধ্যমকে অদিতি জানান, চলতি বছরের ২১ জানুয়ারিতে বিয়ে করেছেন তিনি। পারিবারিকভাবেই এই বিয়ে সম্পন্ন হয়েছে। তার স্বামীর নাম নাম মাহবুব পারভেজ। অদিতির স্বামী একটি করপোরেট প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করেন।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘অপূর্বর সঙ্গে বিচ্ছেদের প্রায় এক বছর পর আমি বিয়ে করেছি। বিচ্ছেদের পর আমার তখন কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর মানসিক অবস্থা ছিল না। মাহবুব পারভেজ প্রস্তাব দিলে আমি জানাই পারিবারিকভাবে প্রস্তাব দিতে। কেননা আমি তখন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তিনি পরে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। আমার মা-বাবা তাকে পছন্দ করেন। অবশেষে খুবই ছোট পরিসরে আমাদের কাবিন সম্পন্ন হয়। আমাদের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।’
ঢাকা চীফ ব্যুরো, ২ সেপ্টেম্বর, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur